বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

যাযাদি রিপোর্ট
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে মেট্রোরেল। নতুন নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার বিকালে মেট্রোরেল পরিচালনাকারী দলের সঙ্গে ডিএমটিসিএলের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়।

এর আগে গত মঙ্গলবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মেট্রোরেলের কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। রোববার থেকে মেট্রোরেল চালু করার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কনিবার মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে সকাল ৭-১০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। আর সর্বশেষ মেট্রো ছাড়া হবে রাত ৮-৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭-৩০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। এখান থেকে সর্বশেষ মেট্রো ছাড়বে রাত সোয়া ৯টায়। প্রতি ১০ মিনিট, ৮ মিনিট, ১২ মিনিট পরপর ছাড়া হবে মেট্রোরেল।

এর আগে ডিএমটিসিএল জানায়,

বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইসু্য নিয়ে কাজ করছে। রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওইদিন বিকাল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে