দলীয় বিবেচনায় বঞ্চিত ৭৫৭ পুলিশের নিয়োগ পুনর্বহালের দাবি

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পুলিশের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন ২০০৭ সালে 'দলীয় বিবেচনায়' নিয়োগ বাতিল হওয়া ৭৫৭ জন বঞ্চিত উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। তাদের পক্ষে মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, ২০০৭ সালে তৎকালীন আইজিপি নুর মোহাম্মদ ও বেনজীর আহমে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শুধু 'দলীয় বিবেচনায় নিয়োগ' অজুহাতে ৫৩৬ জন এসআই এবং ২২১ জন সার্জেন্টসহ মোট ৭৫৭ জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করেন যা অত্যন্ত অমানবিক ছিল। তিনি বলেন, আমরা চূড়ান্তভাবে নির্বাচিত সব প্রার্থীরা আগের কর্মরত বিভিন্ন চাকরি থেকে অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমিতে যোগদানের অপেক্ষায় ছিলাম। কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান। চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতেও আমরা নিয়োগবঞ্চিত ৭৫৭ জন চাকরিপ্রার্থী ন্যায়বিচার থেকে বঞ্চিত হই। চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশির ভাগই মানবেতর জীবনযাপন করছি। জিন্নাহ বলেন, অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে নিয়োগ বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য ন্যায় বিচার প্রার্থনা করছি এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।