বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

হাসিনা-কাদেরের নামে আরও ৫ হত্যা মামলা

যাযাদি ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
হাসিনা-কাদেরের নামে আরও ৫ হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে আরও ৫টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ঢাকার সাভার মডেল থানা, আদাবর থানা, নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে এসব মামলা হয়। এছাড়া ২০১৮ সালে বগুড়ার শিবগঞ্জে বিএনপি নেতা শাহ আলম সুজাকে হত্যার অভিযোগ এনে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে আরেকটি মামলা হয়। এতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানাসহ ৯ জনকে হুকুমের আসামি করা হয়েছে।

জানা গেছে, ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আবদুল আহাদ (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলাটি করেন।

গার্মেন্টসকর্মী হত্যায় আদাবর থানায় মামলা :গত ৫ আগস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বাবা রফিকুল ইসলাম মামলা দায়ের করেন। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে ক্রিকেটার সাকিব আল হাসান, বিসিবি সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকেও আসামি করা হয়েছে। এছাড়া ওবায়দুল কাদেরসহ ১৫৬ আসামির তালিকায় নাম রয়েছে আলোচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ও নায়ক ফেরদৌস আহমেদের।

মামলায় আরও যাদের নাম উলেস্নখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, শেখ রেহানা, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজিবুল বশর মাইজভান্ডারী, দিলীপ বড়ুয়া, আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুলস্নাহ আল মামুন,র্ যাবের সাবেক ডিজি হারুন-উর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ।

সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায়

পৃথক দুটি হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শফিক মিয়া (২৮) ও হকার শিশু হোসাইন (১০) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শফিকের চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে সোনারগাঁ থানায় এবং হোসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি হত্যা মামলা করেন।

শফিক হত্যা মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম (বাবু) ও গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১৫৬ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে আরেকটি হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান, কাউন্সিলর শাহজালাল বাদল, মতিউর রহমান মতিসহ ৫১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

শিমরাইল এলাকায় হাফেজ সোলায়মান (১৯) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় তার দুলাভাই শামীম কবির বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মামলাটি করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উলেস্নখ করা হয়, গত ৫ আগস্ট দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোডে ডাচ্‌-বাংলা ব্যাংকের সামনে দুর্বৃত্তের গুলিতে তার শ্যালক সোলাইমান ডান পাশের রানে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে পথচারীদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃতু্য হয়।

শিবগঞ্জে বিএনপি নেতা

সুজা হত্যায় মামলা

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকীকে আসামি করে বগুড়ায় আরেকটি হত্যা মামলা হয়েছে। ২০১৮ সালে শিবগঞ্জ বিএনপির নেতা শাহ আলম সুজাকে হত্যার অভিযোগে মামলাটি হয়েছে।

জেলা আদালতের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন। মামলার আরজিতে শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৯ জনকে হুকুমের আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর তথ্যসচিব নাঈমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাংবাদিক-উপস্থাপিকা ফারজানা রুপা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম (জিন্নাহ), তার ছেলে হুসাইন শরীফ, শ্যালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ (বিপুল), রেজ্জাকুল ইসলাম প্রমুখ। আরজিতে মোট ৮০ জনের নাম উলেস্নখ করা হয়েছে। এ ছাড়া আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে