বাংলাদেশকে রান পাহাড়ে চাপা দিয়ে ইনিংস ঘোষণা পাকিস্তানের
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের জুটি পঞ্চাশ পেরনোর পরপরই রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। ইনিংস ঘোষণার আগে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটের বিনিময় ৪৪৮ রান। দলের পক্ষে জোড়া সেঞ্চুরি তুলে নেন সাউদ-রিজওয়ান। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে দ্বিতীয় দিনে শেষ সময় ব্যাটিংয়ে নামে টাইগাররা। ইনিংস ওপেন করতে পারেন সাদমান ইসলাম ও জাকির হাসান। তারা দুজন দেখে-শুনে ব্যাটিং কওে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ হকরেছেন। পাকিস্তানের চেয়ে এখনও সফরকারী বাংলাদেশ ৪২১ রানে পিছিয়ে রয়েছে। সাদমান ২ চারে ১২ ও জাকির ১ চারে ১১ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আজ শুক্রবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
প্রথম দিনে ৪ উইকেটের বিনিময় ১৫৮ রান করা পাকিস্তান দ্বিতীয় দিনেও ত্রাস ছড়িয়েছে বাংলাদেশের বোলারদের ওপর। দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে আরও ৯৮ রান স্কোর বোর্ডে যোগ করে শান মাসুদের দল।
রিজওয়ান অপরাজিত থাকেন ১৭১ রানে। সাউদের ব্যাট থেকে আসে ১৪১ রান। অর্ধশতক তুলে নেন সাইম। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। ১টি করে উইকেট পান মেহেদি মিরাজ ও সাকিব আল হাসান।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই মাঠে নামে দুই দল। এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন রিজওয়ান। তাই ফিফটি তুলতে বেশি সময় নেননি এই ডান হাতি ব্যাটার।
দুইজনের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে পাকিস্তান। সেই সঙ্গে ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬৪ বলে ফিফটি এবং ১৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দেন সাউদ শাকিল। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯৭ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটারও। দুইজনেরই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি।
দুইজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে পাকিস্তান। তবে বেশিক্ষণ পিচে টিকতে পারেননি শাকিল। ২৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। মিরাজের বলে স্ট্যাম্পিং হন এই বাঁহাতি ব্যাটার। এরপর রিজওয়ানকে সঙ্গ দেন আঘা সালমান। ২১৪ বলে নিজের ১৫০ রান পূরণ করেন রিজওয়ান।
এদিন ইনিংস বড় করতে পারেননি সালমান। ৩৬ বলে ১৯ রান করে সাকিবের বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর পিচে এসে টি২০ মেজাজে ব্যাট চালাতে থাকেন শাহিন শাহ আফ্রিদি। ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন এই পাক পেসার।
শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শাহিন ২৮* রানে এবং ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।
এর আগে প্রথম দিনে মাত্র ১৬ রানেই তিন উইকেট হারানোর পর সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন ওপেনার সাইম আইয়ুব। দুইজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ফিফটি তোলার পর বেশিক্ষণ পিচে টিকতে পারেননি আইয়ুব। ৫৬ রান করে এই বাঁহাতি ওপেনারকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ।
তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শাকিল। তাকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান। দুইজনের ব্যাটে ভর করে প্রথমদিনে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলছে পাকিস্তান।