চাকরি নিয়ে নিজেদের দাবি আদায়ে সচিবালয়ের সামনে আন্দোলনে নেমেছে বেশ কয়েকটি পক্ষ। বৃহস্পতিবার সকাল ১০টার পর কয়েকশ' শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়। তারা স্স্নোগান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের চাকরি জাতীয়করণ বন্ধ করার দাবি জানান।
সকাল সাড়ে ১০টার পর ২৫ দফা দাবি নিয়ে আসে পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি। দাবি আদায়ে তাদের লিফলেট বিতরণ করতে দেখা যায়, যার মধ্যে আছে- দ্রম্নত চিকিৎসক কর্মকর্তাদের গ্রেডেশন লিস্ট প্রকাশ ও কার্যকর করতে হবে। অনতিবিলম্বে ক্যাডার নম্বর ও পদোন্নতির দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে।
বেলা ১১টার দিকে সরকারি কর্মজীবী নারী কর্মকর্তাদের ব্যানারে একদল নারী আসেন সচিবালয়ের ফটকের সামনে।
এরপর বিদু্যৎ অফিস সংলগ্ন ১ নম্বর গেট ছাড়া বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়। পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও গেটের সামনে অবস্থান নেয়। এ সময় সচিবালয়ের সামনের এক পাশের রাস্তা বন্ধ হয়ে যায়।