জাতিসংঘের গুম-বিষয়ক কনভেনশনে সই করবে বাংলাদেশ
প্রকাশ | ২২ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
জাতিসংঘের গুম-বিষয়ক কনভেনশনে সই করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকার এ কনভেনশনে সই করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে আগের দিনের (মঙ্গলবার) প্রশ্নের সূত্র ধরে প্রেস সচিব বলেন, 'কালকে কয়েকজন গুম নিয়ে আমার কাছে প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছেন এ বিষয়ে সরকার কী করছে? আপনারা জানেন, শেখ হাসিনার সরকারের সময় অনেক মানুষ গুম হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাব মতে, ৭০০-এর বেশি গুম হয়েছিল। এর মধ্যে ১৫০ জনের বেশির এখনো কোনো হিসাব নেই। এ বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে অনেক কথা হয়েছে। বলতে পারি, এ বিষয়ে ইন্টারন্যাশনাল যে কনভেনশন আছে, সেটাতে আগের সরকার সই করেনি। আমরা এটাতে সই করব। হয়তো ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই এটা সই হবে।'
গুম নিয়ে সরকারের একটি কমিশন করার চিন্তাও রয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, 'মন্ত্রিপরিষদে এই আলোচনাও হয়েছে। এটা নিয়ে কয়েকটি সংগঠনের জোর দাবিও রয়েছে। শ্রীলংকায় এ ধরনের একটি কমিশন রয়েছে। আমরা সেটাও বিবেচনায় নেব। ওই আদলে বাংলাদেশ কমিশন করতে পারে কিনা, ক্যাবিনেট সেটা দেখছে। খুবই শিগগিরই এটার বিষয়ে একটি ঘোষণা পাবেন। আর একটা কথা বলতে পারি, গুমের প্রতিটি ঘটনার তদন্ত হবে।'