সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, পুত্র জয় ও কন্যা পুতুলের বিরুদ্ধে ৮ মামলা দায়ের হয়েছে। এছাড়া সরকারের মন্ত্রী-এমপি, মেয়র, পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরও ৩টি মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে হত্যা, হত্যাচেষ্টা, বিএনপি অফিস ও থানায় হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগে মঙ্গলবার ও গত সোমবার এসব মামলা করা হয়। এতে আসামি করা হয়েছে তিন হাজার ৩৬২ জনকে। এর মধ্যে ৫টি হত্যা মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এর মধ্যে দুটি হত্যা মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা ও একটি হত্যা মামলায় তার পুত্র জয় ও কন্যা পুতুলকে আসামি করা হয়েছে।
এসব হত্যা মামলায় উলেস্নখযোগ্য আসামির মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, নাইমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, এ আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুলস্নাহ আল-মামুন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপস্নব কুমার সরকার এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, আ'লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ।
ট্রাইবু্যনালে গণহত্যার অভিযোগ : এদিকে, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারসহ ১৯ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে 'গণহত্যা'র অভিযোগ তুলে আইনজীবী গাজী এম এইচ তামিম এই অভিযোগ দাখিল করেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা-গণহত্যার
অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থায় তিনটি মামলা দায়ের করা হলো।
এর আগে গত ১৯ আগস্ট মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়। দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে। ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থা কার্যালয়ে নিহত আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ অভিযোগ দায়ের করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থার কাছে শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা মো. আবুল হাসান এর পক্ষে অভিযোগটি দায়ের করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন।
আদাবরে পোশাককর্মী হত্যা মামলা
ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবরে গুলিতে এক পোশাককর্মী সোহেল রানার মৃতু্যর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের ভাই ইব্রাহীম মঙ্গলবার ঢাকার হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন বাদীর জবানবন্দি শুনে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী এস এম ইবরাহীম খলিল জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুলস্নাহ আল-মামুন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপস্নব কুমার সরকার এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এ মামলায়।
যাত্রাবাড়ীতে ফল ব্যবসায়ী হত্যা মামলা
ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মো. ফরিদ শেখ নামে এক ফল ব্যবসায়ীর মৃতু্যর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তার বোন ও পুত্র-কন্যাকে আসামি করে মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে। নিহতের বাবা মো. সুলতান শেখ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলার আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম মো. শাকিল আহমেদ বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে বাদীর আইনজীবী জামাল হোসেন জানান।
মামলার আরজিতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২১ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ ফজলে নুর তাপস, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানাকে আসামির তালিকায় যথাক্রমে ৭, ১৭, ১৮ ও ১৯ নম্বরে রাখা হয়েছে।
বাদী তার আবেদনে বলেছেন, 'সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার নিজস্ব কোনো পেশা নেই, তাদের একমাত্র কাজ ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে বহাল রেখে বাংলাদেশের টাকা লুট করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচার করা। এজন্য তারা শেখ হাসিনাকে তার পোষ্য বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ হত্যার বিষয়ে কুপ্ররোচনা দেন।'
সোনারগাঁওয়ে শ্রমিক হত্যা মামলা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহণ শ্রমিক জনি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মো. ইয়াসিন বাদী হয়ে মঙ্গলবার সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুলস্নাহ আল কায়সার, উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৮৭ জনের নাম উলেস্নখ করে ও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
জয়পুরহাটে মেহেদী হাসান হত্যা মামলা
জয়পুরহাট প্রতিনিধি জানান, ছাত্র আন্দোলনে মেহেদী হাসান (২৫) গুলিতে নিহতের ঘটনায় জয়পুরহাট আদালতে একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক হুইপ সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামছুল আলম দুদুসহ ২১৭ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আকতার সৃষ্টি বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল মোমিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুরে সবজি বিক্রেতা হত্যা মামলা
রংপুরে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উলেস্নখ করে ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী জিতু বেগম এ হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক রাজু আহমেদ বাবু এ মামলা গ্রহণের আদেশ দেন।
মামলায় শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, নাইমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, এ আরাফাত, অপু উকিল, রংপুরের সাবেক এমপি আহসানুল হক চৌধুরীর ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুলস্নাহ আল-মামুনসহ ৮ পুলিশ কর্মকর্তা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের ৫৭ জনের নেতার নাম উলেস্নখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।
আইনজীবীদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুলস্নাহ আল-মামুনসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগী আইনজীবী হান্নান ভূঁইয়া আদালতে এই মামলার আবেদন করলে শুনানি নিয়ে হাকিম সাইফুল ইসলাম অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।
মামলায় অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক, সাবেক ডিসি (লালবাগ জোন) জাফর হোসেন, সাবেক এসি (কোতোয়ালি) শাহীনুল রহমান, বর্তমান ডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান, সাবেক এডিসি (কোতোয়ালি) মুহিত কবির সেরনিয়াবাত, সাবেক এডিসি (লালবাগ জোন) শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার সাবেক ওসি শাহিনুর রহমান, ওসি (অপারেশনস) নাজমুল হাসান, পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, এসআই শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মাহবুব আলম, আব্দুর রশীদ, রমজান মোলস্না ও বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহেয়াত উদ্দিন রক্তিম।
মামলার আবেদনে বলা হয়, গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটের অধিকার, আইনের শাসন পুনরুদ্ধারের জন্য ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর জনসন রোডে পদযাত্রা বের করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের সংগঠন)। স্টার কাবাবের সামনে আইনজীবীদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় নারী আইনজীবীদের শ্লীলতাহানি করা হয়।
শিবির নেতা হত্যা মামলা
রাজশাহী অফিস জানায়, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শিবির নেতা রায়হান আলী (২৭) নিহতের ঘটনায় আ'লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ দলের এক হাজার ২৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই রানা ইসলাম।
বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, 'মামলায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আ'লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উলেস্নখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে এক হাজার ২০০ জনকে। মামলায় সিটি মেয়র ছাড়াও আটজন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে।
মামলা দায়ের শেষে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মাদ সেলিম সাংবাদিকদের বলেন, 'ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে শনাক্ত করে মামলায় আসামি করা হয়েছে। কাউকে হয়রানিমূলক আসামি করা হয়নি। আশা করছি পুলিশ দ্রম্নত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করবে।'
পথচারী হত্যায় মামলা
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রামের সদ্য সাবেক মেয়র এম রেজাউল করিমের বাসভবনে হামলার সময় সংঘর্ষের মধ্যে পড়ে পথচারী শহীদুল ইসলাম শহীদের মৃতু্যর ঘটনায় ৮ জনের নাম উলেস্নখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সোমবার রাতে মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই শফিকুল ইসলাম।
নিহত শহীদুল ইসলাম শহীদের বাসা নগরের বাকলিয়া এলাকায়। তিনি কোতোয়ালি থানার কদমতলী এলাকার একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।
মামলায় যাদের নাম উলেস্নখ করা হয়েছে তারা হলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দীন ফরহাদ (৪৫), আওয়ামী লীগ কর্মী মো. জালাল প্রকাশ ড্রিল জালাল (৪২), যুবলীগ কর্মী মো. ফরিদ (৪২), চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসীম (২৭), যুবলীগ কর্মী এইচ এম মিঠু (৪০), মো. জাফর (৩৮), যুবলীগ নেতা মো. ফিরোজ (৩৮) এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. দেলোয়ার (৪০)।
মুন্সীগঞ্জে দিনমজুর হত্যা মামলা
মুন্সীগঞ্জে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজী (৪৫) নামে এক দিনমজুর গুলিতে নিহত হওয়ার ঘটনায় এ মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি করেন।
মামলায় ২০৮ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, 'বাদীর দেওয়া এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এ মামলার সব আসামি পলাতক। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'
সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে মামলা
কুমিলস্নায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিলস্না সিটির সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া মামলাটি করেন বলে জানিয়েছেন কুমিলস্না কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন।
মামলায় বাহার ও সূচনাসহ এজাহারনামীয় ২২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থক।
মামলায় আসামিদের মধ্যে উলেস্নখযোগ্য হলেন কুমিলস্না সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ পাভেল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উলস্নাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুলস্নাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সিটি কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদী, সরকার মাহমুদ জাবেদ, আবদুস ছাত্তার, সৈয়দ রায়হান আহাম্মদ, আবুল হাসান, কাউছারা বেগম সুমী, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, ইউপি চেয়ারম্যান হাসান রাফি রাজু, মোজাম্মেল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ।