পরিস্থিতি উত্তরণে ফের সহযোগিতার আশ্বাস জাতিসংঘের

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্বগ্রহণ করা অন্তর্র্বর্তীকালীন সরকারকে আবারও সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। সোমবার দুপুরে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, 'আমাদের এই পরিস্থিতিতে তারা কী ধরনের সাহায্য ও সহযোগিতা করতে পারেন এ ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। উনারা সাহায্য-সহযোগিতা করতে চায় এবং কোন কোন সেক্টরে করতে চায়, সেইসঙ্গে আমরা কোন কোন সেক্টরে সাহায্য-সহযোগিতা চাচ্ছি, সে ব্যাপারেও কথা হয়েছে।' সরকার পতনের পর গত ৮ আগস্ট অন্তর্র্বর্তী সরকার শপথ নিলে পরদিন এ সরকারকে জাতিসংঘের সমর্থন দেওয়ার কথা জানান গোয়েন লুইস। জাতিসংঘের তরফ থেকে অন্তর্র্বর্তী সরকারকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে সহিংসতার তদন্ত করতেও সহযোগিতার কথা জানিয়েছে জাতিসংঘ। বিষয়টি নিয়ে কাজ করতে সংস্থাটির স্বাধীন তদন্ত কমিশন বা 'ফ্যাক্ট ফাইন্ডিং মিশন' ঢাকায় আসার কথা রয়েছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকার গঠন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তবে এক সপ্তাহ পর তাকে এ দায়িত্ব থেকে সরিয়ে উপদেষ্টা নিয়োগ করা হয় জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দিয়েছেন ইউনূস। দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও এখন কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এ প্রশ্নে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আইনশৃঙ্খলার বিষয়টি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।' কৃষি মন্ত্রণালয়ের বিষয়ে তিনি বলেন, 'কীভাবে উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের নাগালে খাবার পৌঁছে দেওয়া যায়, সে বিষয়টিও গুরুত্বের মধ্যে রয়েছে।' রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা এদিকে, অন্তর্র্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. ময়নুল ইসলাম, এনডিসি, র?্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন। এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. ময়নুল ইসলাম, র?্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান, হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. ময়নুল ইসলাম, আজ সোমবার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. শাহ আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।