ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, হাছান মাহমুদসহ আওয়ামী লীগ নেতাকর্মী আসামি

হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মিরপুরে দু'জন, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে একজন করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক চার হত্যা মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সোমবার ঢাকার আদালতে দুটি ও রোববার রাতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের আদালতে দুটি মামলা করেন নিহতের স্বজনরা। শেখ হাসিনা ছাড়াও এসব মামলায় আসামি করা হয়েছে আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুলস্নাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আ'লীগ ও অঙ্গসংঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এদিকে, মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল আদালতে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নাম উলেস্নখ করে মামলা হয়েছে। এ মামলায় আরও অন্তত ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে। এ ছাড়া এদিন সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন ও ঝিনাইদহে দুই সাবেক এমপিসহ ৪৬৮ জনের নাম উলেস্নখ করে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এর আগে রোববার রাতে টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী, সাবেক এমপি ও সাবেক পৌর মেয়রসহ ৬৫ জন, কুমিলস্নায় সাবেক এমপি ও সাবেক সিটি মেয়রসহ ৬২ জন ও ময়মনসিংহে সাবেক এমপিসহ আ'লীগের ৯৭ জনের নাম উলেস্নখ করে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। আট জেলায় হওয়া ৯ মামলায় অজ্ঞাত আসামি রয়েছেন প্রায় ২ হাজার। জানা গেছে, সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হ পৃষ্ঠা ২ কলাম ২ মিরপুরে লিটন হাসান লালু ওরফে হাসান নামে এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের ভাই মিলন বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদী জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানা-পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু আবদুলস্নাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ হত্যা মামলায় আসামিদের মধ্যে আছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস মোলস্না, কামাল আহমেদ মজুমদার, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুলস্নাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুন অর-রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপস্নব কুমার, ঢাকা-উত্তর আওয়ামী লীগের সদস্য সচিব এসএম মান্নান কচি প্রমুখ। বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী জানান, এ মামলাটিতে অজ্ঞাত আসামি রয়েছেন প্রায় ৩শ'। ৫ আগস্ট সরকার পতনের দিন 'পুলিশের গুলিতে' এক কাঠমিস্ত্রি নিহতদের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার আবেদন হয়েছে আদালতে। নিহত মো. তারিকের মা মোছাম্মৎ ফেরদৌসী খাতুন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। বিচারক ফারাহ দিবা ছন্দা বাদীর জবানবন্দি শুনে মামলাটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে বাদীর আইনজীবী মো. লিটন মিয়া জানান। তিনি বলেন, 'শেরেবাংলা নগর থানায় এই হত্যাকান্ড নিয়ে কোনো মামলা হয়েছে কি না তা খোঁজ নিয়ে বিচারক মামলার আদেশ দেবেন বলে জানিয়েছেন।' মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুলস্নাহ আল মামুন, ডিবির অতিরিক্ত ডিআইজি হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপস্নব কুমার সরকার, অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামির তালিকায় রাখা হয়েছে। সোমবার মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নাম উলেস্নখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে মামলা হয়েছে। এ মামলায় ৫শ' জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময় সারা বাংলাদেশে নিহত এবং এ সময় আহত হয়ে পরে নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছেন। চট্টগ্রামে হত্যা মামলা চট্টগ্রাম বু্যরো জানায়, ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুসহ ১০৮ জনের নাম উলেস্নখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। রোববার রাতে নিহত ওয়াসিমের মা জোসনা আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন বলে সোমবার দুপুরে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। ওসি জানান, এ মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জে হত্যা মামলা ছাত্র আন্দোলনে মিলন মিয়া নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৬২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। রোববার রাতে নিহতের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমীর ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট অফিস জানায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনার এক মাস পর নিহতের ভাই আবুল আহসান মো. আযরফ (জাবুর) বাদী হয়ে সোমবার সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এজাহারে আসামি হিসেবে পুলিশসহ ১৮ জনের নাম উলেস্নখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে। শুনানি শেষে মামলার এফআইআর করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় ২ নম্বর আসামি অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউসার, ৩ নম্বর আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ, ৪ নম্বর আসামি সহকারী কমিশনার (কোতোয়ালি) মিজানুর রহমান। অন্য আসামিরা হলেন- সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ কলেস্নাল গোস্বামী, থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান, থানার এসআই কাজী ?রিপন সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পীযূষ কান্তি দে, সিলেট সিটি করপোরেশনের পিআরও সাজলু লস্কর, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সিসিকের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, নগরের চালিবন্দর নেহার মঞ্জিলের বাসিন্দা শিবলু আহমদ (মো. রুহুল আমিন), এসএমপির কনস্টেবল সেলিম মিয়া, আজহার ও ফিরোজ। টাঙ্গাইলে হত্যা মামলা স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে নিহত স্কুলছাত্র মো. মারুফ মিয়া নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ৫৬ জনের নাম উলেস্নখ এবং আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মা মোছা. মোর্শেদা বাদী হয়ে মামলাটি করেন। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, রোববার রাতে নিহত স্কুলছাত্র মারুফ মিয়ার মা থানায় উপস্থিত হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৬। মামলায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক মন্ত্রী-এমপি এবং পৌর মেয়র ও কয়েকজন কাউন্সিলরকে অভিযুক্ত করা হয়েছে। কুমিলস্নায় হত্যা মামলা এদিকে, কুমিলস্নার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকায় ছাত্র আন্দোলনে মাসুম মিয়া (২০) নামে এক যুবককে হত্যার অভিযোগে কুমিলস্না-৬ সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উলেস্নখ করে একটি মামলা হয়েছে। মামলায় আরও ৪শ' জনকে অজ্ঞাত আসামি করা হয়। রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নগরীর দিশাবন্দ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আবদুল হান্নান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়া। মামলায় অজ্ঞাত আসামি রয়েছেন আরও ২ শতাধিক। ময়মনসিংহে ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকারসহ আওয়ামী লীগের ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও দন্ডবিধি আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে বিএনপি নেতা ওমর ফারুক বাদী হয়ে জেলার ফুলবাড়িয়া থানায় এ মামলাটি দায়ের করেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রাশেদুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৭ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাত আরও অন্তত ৫০০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিমসহ মোট ৫৯৭ জনকে আসামি করেছেন বাদী। ঝিনাইদহে ৪৬৮ জনের নামে মামলা ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঝিনাইদহ জেলা বিএনপি'র সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল-ইমরানসহ ৪৬৮ জনকে আসামি করা হয়েছে।