অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর চাকরি স্থায়ীকরণ, দুর্নীতি রোধ, এইচএসসি পরীক্ষা বাতিলসহ বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার হয়ে উঠেছে শিক্ষার্থীসহ দেশের নানা সংগঠন। এতে রাজধানী ঢাকা পরিণত হয়েছে বিক্ষোভ, অবরোধ, সমাবেশ ও মানববন্ধনের শহরে। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিটি সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকছে। ফলে কর্মচঞ্চল ঢাকা এক রকম স্থবির হয়ে পড়েছে।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সোমবার রাজধানীর অন্তত ১১টি স্পটে বিক্ষোভ, অবরোধ ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এতে ওইসব পয়েন্টের আশপাশে দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়। যার প্রভাব দ্রম্নত গোটা নগরীর প্রায় প্রতিটি সড়কেই
ছড়িয়ে পড়ে। যানবাহন চালক ও যাত্রীদের এসব সড়কে দীর্ঘসময় যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। দুর্ভোগ এড়াতে বিপুলসংখ্যক যানবাহন অলিগলিতে ঢুকে পড়ায় সেখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার দুপুরে সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সচিবালয় সামনের রাস্তায় নিজেদের দাবি আদায়ে সমবেত হয়েছে বিভিন্ন সংগঠন। এতে সচিবালয়ের সামনের রাস্তায় একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপর একটি লেন দিয়ে দুই লেনের সব যানবাহন চলাচল করে।
রোববারের ধারাবাহিকতায় বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ দাবিতে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড অবরোধ করে বিক্ষোভ করে গ্রামপুলিশের সদস্যরা। এ ছাড়া বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা, মৎস্য অধিদপ্তরের আওতাধীন এনএটিপি-২ এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) কল্যাণ ফোরাম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন 'নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম' সচিবালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
এসব সভা-সমাবেশের কারণে সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় যানজট। শাহবাগ মোড় অবরোধ করে আরেকটি সংগঠনের অবস্থান নেওয়ার কারণে শাহবাগসহ কারওয়ান বাজার ও বাংলামোটরেও সৃষ্টি হয় যানজট। স্বল্প দূরত্বে যেতে যানবাহনগুলোকে ব্যয় করতে হয় দীর্ঘসময়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যানজটে বসে বিরক্ত হয়ে অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়। অনেক বাস যাত্রী নেমে যাওয়ায় ঘুরিয়ে ফেলা হয়।
এ ছাড়া পান্থপথ, সিদ্ধেশ্বরী, বাড্ডা ও মিরপুরে বিভিন্ন দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে শুরু করে শিক্ষার্থীরা। যার প্রভাব পড়ে রাজধানীর সড়কগুলোয়। ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি সময় লাগছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক সমাবেশ ও র?্যালি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়ী থেকে র?্যালি করে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির নেতাকর্মী। এ ছাড়া দলটির পক্ষ থেকে বাড্ডা ও খিলক্ষেত এলাকায় র?্যালি করা হয়। যার কারণে ওই এলাকাগুলোয় যানজট দেখা দেয়।
অন্যদিকে পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের দোকান মালিকরা মার্কেটের ইনচার্জ মোহসিনুল করিমের অপসারণের দাবিতে বিক্ষোভে নামে। তাদের উপস্থিতিতে পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টায় সেখানে গিয়ে দেখা যায়, পান্থপথ সিগন্যালে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন। সেখানে লেখা, 'স্বৈরাচার অত্যাচারী ইনচার্জ করিমের পদত্যাগ'।
আন্দোলনরত কয়েকজন মুঠোফোন ব্যবসায়ী বলেন, আপত্তি সত্ত্বেও গত জানুয়ারি থেকে বসুন্ধরা সিটির বেজমেন্টে মোবাইল মার্কেট সরিয়ে নেওয়া হয়। এ জায়গাটি অনেকটা দম বন্ধের মতো পরিস্থিতি। ক্রেতারা হাঁসফাঁস করেন। বেজমেন্ট-১ এ শুধু টয়লেট সুবিধা আছে, কিন্তু ২-এ নেই। সবাইকে প্রয়োজন হলে ওপরে যেতে হয়।
ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে বেজমেন্টে কোনো অনুমতি না থাকায় তারা লাইসেন্স সংক্রান্ত কোনো কাজে সরকারি দপ্তরে গেলে ঝামেলা পোহান। কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে পারতেন না। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথা বলা যেত না। তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং খারাপ ব্যবহার করতেন।
শাহাদাত হোসেন নামে আরেকজন মুঠোফোন ব্যবসায়ী বলেন, সকাল ৯টা থেকে তারা মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বসুন্ধরা গ্রম্নপ থেকে তাদের আলোচনার জন্য বলেছেন, কিন্তু ইনচার্জের পদত্যাগ ছাড়া তারা আলোচনায় বসবেন না।
এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পান্থপথ সিগন্যাল থেকে বাংলামটর মোড় ও এর আশপাশের সড়ক এবং কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় ফার্মগেট ও এর আশপাশের সড়কে যানবাহনের দীর্ঘসারি জমে ওঠে। যা সামলাতে ট্রাফিক পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।
সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষ?ক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ দা?বিতে বিক্ষোভ-মিছিল করে ছাত্রীরা। তারা সকাল সাড়ে ১০টায় শান্তিনগর মোড়ে বিক্ষোভ শুরু করে। এতে ওই এলাকার আশপাশের সড়কে যানজট তৈরি হয়।
শিক্ষার্থীরা সংবাদমাধ্যমকে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে রোববার মোমবাতি প্রজ্বালন করতে গেলে সহকারী প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন বাধা দেন। একই সঙ্গে ছাত্রলীগের নেতারা ওই সময় ছাত্রীদের লাঞ্ছিত করেন।
মতিঝিল জোন ট্রাফিকের সহকারী কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, বাংলামোটর, কাকরাইল মগবাজার এলাকায় গাড়ির চাপ বেশি। এ ছাড়া ভিআইপি মুভমেন্টের ছিল। যার কারণে এ এলাকাতে যানবাহন খুবই ধীরগতিতে চলছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান জানান, 'অনেকেই নানা দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা 'যমুনার' সামনে কাউতে বসতে দিইনি। তাই নগরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড আকারে বসে আছেন অনেকেই। শাহবাগ বা রমনার দিকে রাস্তায় বসে গেলে যানজট বেড়ে যায় আশপাশের সড়কেও। আজও তেমনটাই হয়েছে।'
এদিকের্ যাডিসন হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কে তীব্র যানজট থাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উত্তরা বা এয়ারপোর্টগামী যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দর সংলগ্ন বলাকার সামনে বলাকার সামনে একটি একটি কভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়। এর ফলে সৃষ্ট যানজট ৩০০ ফুট রাস্তা এবং কুড়িলসহ আশপাশের এলাকাতে ছড়িয়ে পড়ে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেন পরীক্ষার্থীদের একাংশ। সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থী এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। এতে শিক্ষা বোর্ডের আশপাশের প্রতিটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরীক্ষার্থীরা জানান, অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে আন্তঃশিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছেন তারা। শিক্ষা বোর্ড থেকে এখনো সুনির্দিষ্ট জবাব পায়নি তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন শুরু করেন 'তথ্য আপা' প্রকল্পের নারীরা। ফলে কাকরাইল, মৎস্যভবন, মিন্টো রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মিডওয়াইফ ও নার্সরা। একই স্থানে চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মহিলা স্বেচ্ছাসেবীরা। এ ছাড়া আন্দোলনে দেখা যায় আরও বেশকিছু সংগঠনকে।
কাকরাইল ভিআইপি রোডের এক পাশে গ্রাম পুলিশের সদস্যরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন। বাংলামটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের সামনেও একটি দল দাবি আদায়ের ব্যানার নিয়ে দাঁড়িয়ে সড়ক অবরোধ করতে দেখা যায়।