সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমনি গ্রেপ্তার

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপুমনি রাজধানীর বারিধারা এলাকায় তার আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। সোমবার সন্ধ্যা ৭টায় গ্রেপ্তার অভিযানে থাকা ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, 'এখনই দীপুমনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।' এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গত বৃহস্পতিবার ডা. দীপুমনির বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তার বড়ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৫১০ জনের নাম উলেস্নখ এবং অজ্ঞাত আরও ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক হাওলাদার। মামলার বিবরণে উলেস্নখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপুমনি ও তার বড়ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২শ' লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।