পদোন্নতি 'বঞ্চিত' ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতির পর এবার যুগ্ম সচিব পদে ২০১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা এতদিন উপসচিব ও সমপর্যায়ের পদের দায়িত্বে ছিলেন। যে তারিখ থেকে এই কর্মকর্তাদের কনিষ্ঠ কর্মকর্তারা তাদের ছাড়িয়ে যান, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।
এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৩ আগস্ট উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।
যুগ্ম সচিবদের পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন।
পদোন্নতির আদেশে উলিস্নখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উলেস্নখ করে যোগদানপত্র জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে সচিবালয়ে পদ-পদোন্নতি থেকে 'বঞ্চিত' কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতা বেড়েছে। এসব নিয়ে প্রায় প্রতিদিন জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সচিবালয়ে জড়ো হচ্ছেন তারা। এ রকম প্রেক্ষাপটের মধ্যে 'বঞ্চিত' কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নিয়েছে অন্তর্র্বর্তী সরকার।