শোক সংবাদ

প্রকাশ | ১৮ আগস্ট ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সাজ্জাদ আলী নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদের তাওই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদ আলী (৮২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলাডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মীসহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৬৯ সালে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে সর্বশেষ তিনি দিঘিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০০৮ সালে প্রধান শিক্ষক হিসেবে অবসরগ্রহণ করেন। শনিবার বেলা ১১টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মুতু্যতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ওলিউল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ও শাহানাজ আক্তার, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আকবর আলী, শফিউলস্নাহ্‌ শাহ্‌সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শোক প্রকাশ করেছেন। ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি শহিদুলস্নাহ মারুফ মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রকৌশলী লিটনের বাবা মো. শহিদুলস্নাহ মারুফ (৮০) বার্ধক্যজনিত রোগে শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। ম কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি এসএম আবুল বাশার মধুখালী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এসএম আবুল বাশার (৪১) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাবা-মা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুলস্নাহ, সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল, সাংবাদিক মো. মিজানুর রহমান সরদার, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া এবং পরিবারের পক্ষে মরহুমের মামা গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোলাইমান মোল্যা। ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তিনি ফরিদপুর চিনিকলে মৌসুমি চালক ও মধুখালী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এসএম আবুল বাশার কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি