শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান, জননিরাপত্তার সচিব মোকাব্বির

যাযাদি ডেস্ক
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান, জননিরাপত্তার সচিব মোকাব্বির

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এদিকে, একইদিন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমকে অপসারণ করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনিম (পরিচিতি নম্বর ২২২৫)-এর সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদু্যৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন।

তাকে নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অন্যদিকে, কৃষি সচিব নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উলস্নাহ মিয়ান। কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা ওয়াহিদা আক্তারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে