১০ দিনের রিমান্ডে সালমান-আনিসুল

আদালতে তাদের নেওয়ার পর ঝাড়ু দেখিয়ে মিছিল ডিম নিক্ষেপ করেছেন আইনজীবীরা

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় -ফোকাস বাংলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার শাহজাহানকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছেন গোয়েন্দা পুলিশ। বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন। রিমান্ড শুনানিতে হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুলকে গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়। এর আগে শাহজাহান আলী হত্যায় ক্ষমতাচু্যত হাসিনা সরকারের ঘনিষ্ঠ এই দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার পাপশ বিক্রেতা শাহজাহান হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন। গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডের শুনানিতে হাজির করতে বুধবার বিকালে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তায় বিকাল ৫টা ৫৬ মিনিটে সালমান ও আনিসুলকে আদালতে নিতে ঢাকার মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় বের করা হয়। বিকাল সাড়ে ৬টার দিকে তাদের ঢাকার মুখ মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। এর আগে সালমান-আনিসুলকে বহনকারী প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণে পৌঁছলে চারদিক থেকে ঘিরে ধরে তাদের শাস্তির দাবিতে স্স্নোগান দিতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রিমান্ড শুনানির জন্য এদিন আদালত প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। সালমান এফ রহমান ও আনিসুলকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তারের পরই হেফাজতে নেওয়ার কথা জানিয়েছিল ডিবি। ক্ষমতাচু্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ। ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেছেন, নৌপথে 'পালানোর সময়' তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউমার্কেট থানার এক মামলায় 'ইন্ধনদাতা' হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। ছাত্র-জনতার ওই আন্দোলন আগস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের রূপ পাওয়ার পর সারাদেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। সালমান এফ রহমান ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন বলে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন ঢাকার পুলিশ তাকে সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা বলছে।