সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ২১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতু্য হয়েছে ৬৯ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৪৬৯ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ৬৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২৬ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৪৯৮ জন, বাকি ৩২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
গত ২৪ ঘণ্টায় যারা মৃতু্যবরণ করেছেন তাদের একজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।