বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নিলে পুলিশে দেওয়ার আহ্বান
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বিএনপির কারো নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা আদায় করলে তাকে ধরিয়ে দিতে 'বিশেষ নির্দেশনা' জারি করেছে মহানগর দক্ষিণ বিএনপি। দলের কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, 'আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ মহানগর, খানা ও ওয়ার্ডের নেতাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অনৈতিক সুবিধা দাবি করে তৎক্ষণাৎ তাকে ওইখানে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।'
গত ৫ আগস্ট প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করার পরপর ঢাকাসহ সারাদেশেই বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা শুরু হয়।
দেশের নানা প্রান্তে বিএনপি নেতাদের নাম ব্যবহার করে দখলের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় বিএনপিও তাদের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে।
যে অনৈতিক সুবিধা চাইবে তার রাজনৈতিক পরিচয়সহ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, সদস্য সচিব এবং দপ্তরে যোগাযোগ করার জন্যও জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।
নির্দেশনার এই বিজ্ঞপ্তিতে মহানগর দক্ষিণের আহ্বায়ক: ০১৭৯০৪৩৫৪১৩, সদস্য সচিব: ০১৯১৬৩৬৪৬৯৭ এবং দপ্তর: ০১৭৮৯২৫২০২৮, ০১৭১৫৭৬৭৬৫৫ এই নম্বরে জানাতে বলা হয়েছে।