বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পঞ্চগড়ে গায়েবানা জানাজা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে জুমার নামাজের পর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ ও যেসব ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজায় অংশ নেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুলস্নাসহ পুলিশ সুপার কার্যালয়, সদর থানা ও পুলিশ লাইনের পুলিশ সদস্যরা।
পরে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সবার উদ্দেশে বলেন, শহীদ হওয়ার একের পর এক নিউজ দেখে আমরা শোকাহত। চাকরির পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভাইয়েরা যেভাবে নিহত হয়ে শহীদ হয়েছেন, এটার আমরা ন্যায় বিচার চাই। আমার পুলিশ ভাইদের পাশাপাশি সাধারণ মানুষ ও ছাত্ররা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে আত্মার শান্তি কামনা করছি।