ক্ষমতার পালাবদলে অন্তর্র্বর্তী সরকারের প্রধান হওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।
অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূস শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন।
বৃষ্টির মধ্যে তিনি সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান একাত্তরে দেশের জন্য প্রাণ দেওয়া জাতির সূর্য সন্তানদের প্রতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
প্রধান উপদেষ্টার পর তার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শক বইয়ে মন্তব্য লেখেন।
এ সময় তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মৃতিসৌধ থেকে উপদেষ্টা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শুক্রবার সকাল সোয়া ১১টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বৃহস্পতিবার শপথ নেওয়া ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ইউনূস।
প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নেন মুহাম্মদ ইউনূস। এই যাত্রার সঙ্গী হবেন ১৬ জন উপদেষ্টা।
তবে বৃহস্পতিবার ১৩ জন উপদেষ্টা শপথ নেন। অনুপস্থিত ছিলেন তিন জন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদেরকে শপথবাক্য পাঠ করান।
যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নাহিদ ইসলাম ও সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।