শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

যাযাদি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই লেকে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় ৩১ আগস্ট মধ্যরাত থেকে হ্রদে মাছ আহরণে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ১২৭ দিন জাল নিয়ে পানিতে নামতে পারবেন জেলেরা।

কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এই নিষেধাজ্ঞা জারি হয়। নিষেধাজ্ঞার এই সময় দক্ষিণ এশিয়ার বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহণ বন্ধ রাখা হয়।

তবে এ বছর তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত ২৪ জুলাই হ্রদে নামার প্রস্তুতিও নিয়েছিল জেলেরা। হ্রদের পানি বৃদ্ধি না পাওয়া মৎস্য শিকারের নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানো হয়।

মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া বলেন, সভায় মাছ শিকারের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। আমরা সবাই মিলেই সভায় এই সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসায়ী ও জেলেরা প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। তাই মা মাছের ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা হয়। ২৪ মে তিন মাসের জন্য হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে হ্রদে পানি কম থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ আগস্ট মধ্যরাত থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে