মা রাজনীতিতে ফিরবেন না বিবিসিকে জয়

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ০০:০০ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ০০:০৬

বিবিসি বাংলা
শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেছেন, এত কঠোর পরিশ্রমের পরও তার বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। এ জন্য তিনি খুব হতাশাগ্রস্ত। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। তিনি সোমবার পর্যন্ত শেখ হাসিনার অফিসিয়াল উপদেষ্টা ছিলেন। তিনি আরও জানান তার মা শেখ হাসিনা রোববার থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন। ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ। কিন্তু সোমবার পর্যন্ত এ দেশটিকে এশিয়ার উদীয়মান অন্যতম এক টাইগার হিসেবে মনে করা হচ্ছিল। এ জন্য তিনি খুব হতাশ। বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়। তিনি বলেছেন, রোববারও পিটিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন হ পৃষ্ঠা ২ কলাম ২ পুলিশ কী করবে বলে আপনি মনে করেন? এর আগে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বেলা ২টায় এই ভিডিও প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা পদত্যাগ করবেন, এমনটা আঁচ করেই এই ভিডিও আগে থেকে রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে তিনি কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান আবারও তুলে ধরেন। তিনি বলেন, 'শুরু থেকেই আমরা কোটা সংস্কারে পক্ষে ছিলাম। আমরা তাদের আলোচনায় ডেকেছি, জুডিশিয়াল কমিশন করেছি। কিন্তু আমরা যতোই তাদের দাবি মেনে নেই তাদের দাবি একের পর এক বাড়তে থাকে।' তিনি বলেন, এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন। কিন্তু সরকারের পতনের পর কী হবে? এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক। সরকার পতন করে নতুন সরকার আসার একটিমাত্র পথ আছে, আর তা হলো নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোনো অনির্বাচিত এক মিনিটের জন্যও থাকতে পারবে না।' সজীব বলেন, 'তাদের নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তাহলে তারা আরও দাবি বাড়িয়েই যাচ্ছে। পরে যদি আমরা নির্বাচনও দেই এবং সরকার পতনের দাবি মেনে নেই, তাহলে তারা বলবে আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানব না।' এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে জয় বলেন, যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা না থাকতো, তাহলে এতো উন্নয়ন হতে পারত? বাংলাদেশ এতদূর আসতে পারত? কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এত উন্নয়ন করবে। অভিমানের সুরে জয় বলেন, 'ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। তবে এইভাবে হত্যা করে-সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না।'