বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

আজ থেকে ফের ৯-৫টা অফিস কারফিউ শিথিল সকাল ৭ থেকে রাত ৮টা

যাযাদি ডেস্ক
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
আজ থেকে ফের ৯-৫টা অফিস কারফিউ শিথিল সকাল ৭ থেকে রাত ৮টা

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউয়ের কড়াকড়ি কাটিয়ে ১২ দিন পর স্বাভাবিক সময়ে ফিরছে সরকারের অফিসসূচি। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (আজ) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

অর্থাৎ, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা দাপ্তরিক কার্যক্রম চলবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিক মঙ্গলবার সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

এর বাইরে ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচি আলাদাভাবে ঘোষণা করবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে ১৮ জুলাই থেকেই স্থবির হয়ে পড়েছিল রাজধানীর জনজীবন। একের পর এক হতাহতের ঘটনা ও বিভিন্ন স্থাপনায় তান্ডব চলানোয়

উদ্বেগ ছড়ায়। পরদিন ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ শুরু হয়। কারফিউর মধ্যে ২১ থেকে

\হ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি। কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুন অফিস খোলে। ওই দফায় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা অফিস কার্যক্রম চলে।

ধারাবাহিকভাবে কারফিউ শিথিলের সময় বাড়ানো হলে এ সপ্তাহের রবি থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চালানোর সিদ্ধান্ত হয়।

এই তিন দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় কারফিউ শিথিল রাখা হয়েছিল। দেশের অন্য জেলাগুলোর কারফিউয়ের সময়সূচি ঠিক করে দিয়েছিল সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

দিনের বেশিরভাগ সময় কারফিউ না থাকায় স্বাভাবিক চিত্র ফিরছে জনজীবনে। রাজধানীসহ সারাদেশে গণপরিবহণ চলাচল বেড়েছে। দূরপালস্নার বাস ও লঞ্চও চলছে। তবে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে