৫ দিনের রিমান্ডে রিজভী, পরওয়ার নুরসহ ৮ জন

প্রকাশ | ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১১:৩৯

যাযাদি রিপোর্ট
কোটা আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আটজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন, বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা মাহমুদুস সালেহীন। ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২৮ এদিকে, কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২২৯টি। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে ২২টি। নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত দুই হাজার ৭৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ২২৮ জনকে। গ্রেফতার বেশির ভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এসব তথ্য জানান। তিনি জানিয়েছেন, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার পর্যন্ত ঢাকায় দুই হাজার ৭৬৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ২২৮ জন। মামলার বিষয়ে এডিসি নিয়তি জানান, ডিএমপির বিভিন্ন থানায় মোট মামলা হয়েছে ২২৯টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে মামলা হয়েছে ২২টি। এসব মামলায় গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান চালাচ্ছের্ যাব। অভিযানে ঢাকায় ৭৭ ও ঢাকার বাইরে ২২৭ জনসহ মোট ৩০৪ জনকে এ পর্যন্ত গ্রেফতার করেছের্ যাব।