প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল

প্রকাশ | ২১ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:৩০

যাযাদি রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত স্পেন সফর কর্মসূচি বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আজ ২১ জুলাই তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন যাওয়ার কথা ছিল। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর স্পেন সফর নিয়ে দুপুরের সংবাদ সম্মেলনও স্থগিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগের দিন বুধবার সাংবাদিকদের কাছে খুদে বার্তা পাঠিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করার তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনের নতুন সময় পরে জানানো হবে। তবে এর কোনো ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ ২১ জুলাই তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন যাওয়ার কথা ছিল। আর আগামীকাল ২২ জুলাই স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। পুরো সফরে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা না থাকলেও দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। একইসঙ্গে বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের বিষয়টিও আলোচনায় ছিল বলে জানানো হয়। সূত্র আরও জানায়, তিন দিনের স্পেন সফর শেষে আগামী ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে ব্রাজিল সফরের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে চলতি মাসের ৮ তারিখ চীন সফর করেন। সব মিলিয়ে চলতি মাসে তিনটি দেশে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের চতুর্থ বৃহত্তম ক্রেতা স্পেন। গত বছর প্রায় ৪০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে। এরমধ্যে বাংলাদেশই রপ্তানি করেছে ৩৭০ কোটি ডলারের পণ্য।