নরসিংদীতে হামলায় আরও ১ 'জঙ্গি' গ্রেপ্তার

প্রকাশ | ২৭ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও এক 'জঙ্গিকে' গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এ ছাড়া নরসিংদীতে জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ১১টি মামলা হয়েছে। শুক্রবার সকালে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আগের রাতে গাজীপুর জেলার কাপাসিয়া থানার বরুয়া এলাকা থেকে জুয়েল ভুঁঁইয়াকে গ্রেপ্তার করেন তারা। ২৬ বছর বয়সি জুয়েল নরসিংদীর শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের মো. আবুল হোসেন ভুঁইয়ার ছেলে। পুলিশ সুপার বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে আবুলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কারাগার থেকে পলাতক নয় জঙ্গির মধ্যে চারজনকে গ্রেপ্তার করল।' এদিকে ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৫টি, মাধবদী থানায় ৪টি, শিবপুরে ১টি ও রায়পুরায় ১টি দায়ের করা হয়েছে।