বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আন্দোলন আরও বেগবান করার আহ্বান বিএনপির রিজভী গ্রেপ্তার

যাযাদি রিপোর্ট
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৫ জুলাই ২০২৪, ১৮:০৫
রুহুল কবির রিজভী

আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, 'ছাত্র জনতার আন্দোলনে চলমান অস্থিরতার অবসানে জনগণ এই মুহূর্তে সরকারের পদত্যাগ চায়। বিএনপিও এই দাবির সঙ্গে একমত। সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই।'

তিনি বলেন, 'দেশের বাহিনী ও প্রশাসনে ৯০ শতাংশ দেশপ্রেমিক ও পেশাদার। তাদের প্রতি আহ্বান থাকবে আমার-আপনার সন্তানের বুকে আর গুলি চালাবেন না।'

তিনি অভিযোগ করে বলেন, '২০১৪ সালের আন্দোলনের সময় ক্ষমতাসীনরা যে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছিল এবারও সেই একই ঘটনা ঘটাচ্ছে। ন্যায়সঙ্গত আন্দোলনে যুক্তির বদলে শক্তি দিয়ে দমানোর চেষ্টা চালিয়ে সরকার ব্যর্থ হয়েছে। এবার সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।'

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির

সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহম্ম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে চলমান আন্দোলন ঘিরে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ কর্মসূচির আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মসূচি সফলে সকাল থেকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রেস ক্লাবের আশপাশে জড়ো হতে শুরু করে। প্রেস ক্লাবের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সকালে রুহুল কবির রিজভী জাতীয় প্রেস ক্লাবে প্রবেশ করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। দুপুর ১টায় লাউঞ্জ থেকে শাহবাগ থানা পুলিশ রিজভীকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবিতে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, প্রতিটি আন্দোলনে রিজভী সমন্বয়ের ভূমিকা পালন করে থাকেন। চলমান আন্দালনে দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়ার পরেও প্রায় প্রতি মুহূর্তে অনলাইন বিফ্রিং করে দলের অবস্থান জানিয়ে যাচ্ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে