বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
কোটাবিরোধী আন্দোলন

তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

যাযাদি রিপোর্ট
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে ছয়জন নিহতের ঘটনায় গঠিত 'বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

গত ১৬ জুলাই সংঘর্ষের ঘটনাগুলোর বিষয়ে জানতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণের কাছে তথ্য চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি।

কমিটির একমাত্র সদস্য বিচারপতি খোন্দকার দীলিরুজ্জামান বুধবার সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টারে প্রথম বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন।

হাই কোর্টের এ বিচারক সাংবাদিকদের বলেন, 'আমরা আজ (বুধবার) প্রথম মিটিং করেছি। আমরা দেশের সাধারণ মানুষের কাছে, যাদের কাছে এ সংক্রান্ত তথ্যাদি রয়েছে, সেগুলো আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান করব। আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে