বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আন্দোলনে হামলা হত্যায় জড়িতদের শাস্তি দাবি

যাযাদি ডেস্ক
  ১৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৪ জুলাই ২০২৪, ১৬:৪৮
আন্দোলনে হামলা হত্যায় জড়িতদের শাস্তি দাবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক এই দাবি জানায়। সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন শিক্ষক বিবৃতিতে সই করেছেন।

শিক্ষক নেটওয়ার্কের বিবৃতিতে বলা হয়, ন্যক্কারজনক হামলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, তা তাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। তারা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে এসব হত্যাকান্ড, হামলার নিন্দা-প্রতিবাদ জানায়। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। একইসঙ্গে এসব হত্যাকান্ড ও হামলার বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে