প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফরে যাওয়া নিয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে এদিন সকালে এটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। পরে সংবাদ সম্মেলনের নতুন সময় জানানো হবে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের কাছে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হবে। তবে বৃহস্পতিবার কেন সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে, সেই ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন যাওয়ার কথা রয়েছে। ২২ জুলাই স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। পুরো সফরে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা না থাকলেও দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা ছিল।
এছাড়া উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের বিষয়টিও আলোচনায় থাকবে। স্পেন সফরের পর ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাবেন প্রধানমন্ত্রী।
এর আগে ৮ জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে চলতি মাসে তিনটি দেশে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের পোশাক শিল্পের চতুর্থ বৃহত্তম ক্রেতা স্পেন। গত বছর দুই দেশের মধ্যে প্রায় ৪০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। এরমধ্যে বাংলাদেশই রপ্তানি করেছে ৩৭০ কোটি ডলারের পণ্য।