বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

চার ঘণ্টায় অর্ধশত আগুন দিল কারা?

যাযাদি ডেস্ক
  ১৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৪ জুলাই ২০২৪, ১৬:৩৯
রাজধানীর পুলিশ বক্সে আগুন দেন আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলনকারীদের 'কমপিস্নট শাটডাউন' কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় ৪ ঘণ্টায় অর্ধশত জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে বেশ কয়েকটি সরকারি ভবনও আক্রান্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, গত দুই দিনে (১৭-১৮ জুলাই) ২৫টি স্থানে অগ্নিকান্ডের খবর পেয়েছে তারা। এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫টি ঘটনা ঘটে।

৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার সংবাদ মাধ্যমকে জানান, 'বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত তারা ৫০টির বেশি জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়েছেন। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এসব আগুনের ঘটনা ঘটে।'

তিনি বলেন, 'রামপুরার বিটিভি ভবন, পুলিশ চেকপোস্ট, উত্তরার আজমপুরে স্কুলে, বারিধারা স্টেট ইউনিভার্সিটি, মিরপুরে পুলিশ বক্স, মহাখালীতে দুর্যোগ ভবন, সেতু ভবন, বিআরটিএ ভবনসহ ৪০টি জায়গায় আগুন লাগার খবর পান তারা। সবগুলো খবর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুরের কালীগঞ্জ থেকেও তাদের কাছে আগুনের খবর আসে।'

বিটিভি ভবনে অগ্নিসংযোগ : 'শাটডাউন' কর্মসূচির মধ্যে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে রওনা দিলেও আন্দোলনকারীদের বাধায় গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি।

খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, 'আমরা বিকাল ৩টা থেকে রাস্তায় অবস্থান করার পরও বিটিভিতে ঢুকতে পারিনি। প্রচন্ড সংঘর্ষ হয়। পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি আমরা। পরে আমাদের গাড়ি সাড়ে ৪টার দিকে ফিরে আসে।'

বিটিভির প্রধান প্রকৌশলী মাসুদ ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, 'হঠাৎ করে তারা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর করে আগুন দেয়। পরে রিসিপশনেও আগুন দেওয়া হয়।'

বিটিভির ঊর্ধ্বতন নিরাপত্তা পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, 'যারা হামলা করেছে, তাদেরকে ঠিক ছাত্র মনে হয়নি।'

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেতু ভবনে অগ্নিসংযোগ : রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন এবং বনানী সেতু ভবনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আমরা ৪টা ৫০ মিনিটে আগুনের খবর পাই। ফায়ার

\হসার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটেও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

দুই দিনে ২৫ জায়গায়

আগুন, ঢাকায় ১৫টি

এদিকে, সারাদেশে ১৭ জুলাই থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৫টি স্থানে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫টি আগুনের ঘটনা ঘটে। এসব অগ্নিকান্ডে রাজনৈতিক দলের অফিস, টোল পস্নাজা, থানা, পুলিশ বক্স ও সরকারি অফিস রয়েছে।

বৃহস্পতিকার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে মোট ১৫টি আগুনের সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ১১টি অগ্নিকান্ডের ঘটনা ঢাকা সিটি এলাকায় ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, গত দুই দিনে সহিংসতার আগুনের মধ্যে নারায়ণগঞ্জ একটি, গাইবান্ধা জেলায় দুটি, রংপুরে দুটি, কুষ্টিয়ায় একটি, সিরাজগঞ্জে একটি, বরিশালে একটি, নাটোরে একটি, মাদারীপুরে একটি ও ঢাকা সিটিতে ১৫টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এসব অগ্নিকান্ডে ছয়টি বাস, দুটি মাইক্রোবাস, ২০টি মোটর সাইকেল, দুটি রাজনৈতিক দলের অফিস ও একটি টোল পস্নাজা, একটি, থানা একটি, একটি পুলিশ বক্স, একটি পুলিশের গাড়ি ও দুটি সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়।

এই অগ্নিকান্ড নির্বাপণে ফায়ার সার্ভিসের ৪২টি ইউনিট ও ২২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান সরদার সংবাদ মাধ্যমকে বলেন, 'যেসব জায়গায় আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে, সেগুলোর বেশির ভাগ জায়গায় নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা যেতে পারেননি। মিরপুর পুলিশ বক্সসহ ২-৩টি জায়গায় আগুন নেভাতে পারলেও বিটিভি ভবন, সেতু ভবনসহ অধিকাংশ জায়গায় নিরাপত্তার কারণে আমরা যেতে পারিনি।' তথ্যসূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে