বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

৪ দফা দাবি কোটা আন্দোলনকারীদের

বাসস
  ২৪ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৪ জুলাই ২০২৪, ১০:৫০
৪ দফা দাবি কোটা আন্দোলনকারীদের

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফেরার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করাসহ চার দফা দাবি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

আন্দোলনকারীদের পক্ষে চার দফা দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন সারজিস আলম। দাবিগুলো হচ্ছে- দ্রম্নত ইনটারনেট সেবা চালু করা, কারফিউ প্রত্যাহার, ক্যাম্পাস থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার ও হলগুলো খুলে দিয়ে শিক্ষার প্ররিবেশ সৃষ্টি এবং কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এই দাবিগুলো আগামী দুই দিনের মধ্যে (বৃহস্পতিবার) মেনে নেওয়ার আল্টিমেটামও দিয়েছেন তারা।

নাহিদ ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছেন, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা নিয়ে দেশে কোনো আইন ছিল না। এটি প্রজ্ঞাপন বা পরিপত্রের মাধ্যমে করা হয়ে থাকে। এটি সরকারের পলিসি ম্যাটার। সর্বোচ্চ আদালত সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসরণ করে কোটা সংশোধন সংক্রান্ত রায়টি দিয়েছেন।

তিনি বলেন, সর্বোচ্চ আদালত তথা আপিল

বিভাগের রায়ের একটি সেমিকোলন, কমা বদলানোর ক্ষমতা আমাদের নেই। সর্বোচ্চ আদালত যেভাবে রায় দিয়েছেন সেটিই প্রতিপালন করছে সরকার।

আইনমন্ত্রী বলেন, কোটা বিরোধীদের আন্দোলন ছিল কোটা সংস্কার করা। তাদের সেই দাবি এখন পূরণ হয়েছে। তারা এখন স্ব-স্ব জায়গায় গিয়ে পড়াশোনা শুরু করবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে