বিশ্বনেতাদের তৎপর হওয়ার আহ্বান ড. ইউনূসের

প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১০:৪৯

যাযাদি ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূস
কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য বিশ্বনেতাদের তৎপর হতে বিবৃতি দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানিয়েছেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ইউনূস সেন্টারের পরিবর্তে রোববার 'প্রোটেক্ট ইউনূস' ক্যাম্পেইনের মাধ্যমে এ বিবৃতি দেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, 'যারা প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য আমি বিশ্বনেতা ও জাতিসংঘকে তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।' এ আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যাকান্ড সংঘটিত হয়েছে তার তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।