মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, যশোর
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাবার্ষিকী পালিত

যশোরে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যার ২৪তম বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে কালো ব্যাচ ধারণ, শোকর্ যালি, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করেন। এরপর শোকর্ যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে যান। সেখানে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ভাই জেইউজে'র সাবেক সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জমান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলন প্রমুখ।

পরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে স্মরণসভার আয়োজন করে। জেইউজে সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, জাহিদ হাসান টুকুন, মবিনুল ইসলাম মবিন, এসএম তৌহিদুর রহমান, সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, ওহাবুজ্জামান ঝন্টু, হাবিবুর রহমান মিলন প্রমুখ। সভা পরিচালনা করেন জেইউজে সাধারণ সম্পাদক এইচ আর তুহিন। এ ছাড়া প্রেস ক্লাব যশোরে দোয়া মাহফিলের আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে