মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

এ কে ম ফজলুল কাদের চৌধুরীর ৫১তম মৃতু্যবার্ষিকী কাল

  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
এ কে ম ফজলুল কাদের চৌধুরীর ৫১তম মৃতু্যবার্ষিকী কাল

আগামীকাল তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী প্রেসিডেন্ট এ কে ম ফজলুল কাদের চৌধুরীর ৫১তম মৃতু্যবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে রাউজান গহিরায় মরহুমের মাজারে সকাল থেকে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম চৌধুরী ১৯৩৯ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজে অধ্যয়নকালে অল ইন্ডিয়া মুসলিম ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক, পরবর্তীতে ১৯৪৯ এ চট্টগ্রাম জেলা বোর্ডের চেয়ারম্যান, ১৯৬২ তে পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৮টি মন্ত্রণালয়ের দায়িত্ব, ১৯৬৩ তে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পদে নির্বাচিত হন। তিনি ক্ষমতায় থাকাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম পলিটেকনিক কলেজ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ (চুয়েট), চট্টগ্রাম মেরিন একাডেমি, মেরিন ফিশারিজসহ বহু প্রতিষ্ঠান স্থাপনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি ১৯১৯ সালের ২৬ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯৭৩ এর ১৮ জুলাই ঢাকার কেন্দ্রীয় কারাগারে মৃতু্যবরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে