কোটা আন্দোলন ইসু্য পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশে কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি।
সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান আন্দোলনে হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরে এক সাংবাদিক বলেন, 'বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরদিনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলায় নেমে পড়েন। এতে অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ঢুকেও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। বাংলাদেশে চলমান এই বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?'
জবাবে ম্যাথিউ মিলার জানান, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। তাদের তথ্য মতে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারীর আহত হয়েছেন।
আন্দোলন নিয়ে বাংলাদেশে কী হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বলে ব্রিফিংয়ে মন্তব্য করেন এই
মুখপাত্র। মিলার বলেন, 'মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে আমরা নিন্দা জানাই।' আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
রোববার কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।
গত দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাওয়ায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার কবল থেকে বাদ যাননি নারী শিক্ষার্থীরাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাতে হামলা চালানো হয়েছে। এতে পাঁচ সাংবাদিকসহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন।