মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয় :স্বরাষ্ট্রমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয় :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চাকরিতে কোটা নিয়ে আন্দোলন করা হচ্ছে, তা নিয়ে বলার কিছু নেই। কিন্তু তারা যদি ভাঙচুর করে, কারও পরামর্শে নেতৃত্বে ধ্বংসাত্মক কাজ করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ধ্বংসাত্মক কিছু করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে, রক্ত ঝরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটি করবে। তাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) প্রতি তা-ই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, রক্তপাত হবে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব

পালন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা অবরোধ করে দাবি আদায় সঠিক পন্থা নয়। এসব পরিহার করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে এ বিষয়ে আদালতে গিয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে