মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নারায়ণগঞ্জ বন্দরে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জ বন্দরে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ বন্দরে নেশা সেবনের টাকা না দেওয়ার জেরে দুই সন্তানের জননী কাজলী বেগমকে (৩০) তার মাদকসেবী স্বামী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে বন্দর উপজেলার উলাক এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত কাজলী বেগম বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। হত্যাকান্ডের পর দুই মেয়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে গৃহবধূর রক্তমাখা মৃতদেহ উদ্ধারসহ স্বামী মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃত 'ঘাতক' স্বামী মাসুম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে মারজান জানান, মা কিস্তির টাকা উঠিয়েছে। ওই টাকা থেকে বাবা নেশার টাকার জন্য মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। মা টাকা দিতে অস্বীকার করায় সোমবার সকালে মাকে কাপড় কাটা কেঁচি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেছে। এক বছর বয়সের বোন মুনা ছাড়া আমার আর কেউ নেই।

এলাকাবাসী জানান, দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। ওই সময় স্থানীয় জনতা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহবধূ কাজলী বেগমের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী মাসুমকে ধরতে গেলে কয়েকজনকে কেঁচি দিয়ে আঘাত করে। এ সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর ছিদ্দিক জানান, হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রম্নত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কেঁচি গণপিটুনির শিকার ঘাতক স্বামী মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে