মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

একাদশে কলেজ পাননি ১২ হাজার শিক্ষার্থী

ফের আবেদনের সুযোগ
যাযাদি ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ১৪ জুলাই ২০২৪, ০০:১০
একাদশে কলেজ পাননি ১২ হাজার শিক্ষার্থী

মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছেন এরকম ৭০০ জনসহ ১২ হাজারের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফলাফলেও কলেজ পাননি। শুক্রবার রাতে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ হয়েছে।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, সবমিলিয়ে পাস করেছে প্রায় পৌনে ১৭ লাখ শিক্ষার্থী; যাদের জন্য একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন ছিল।

এরপরও শিক্ষার্থীদের আসন না পাওয়ার জন্য পছন্দক্রমে কেবল নামি কলেজ রাখাকে কারণ হিসেবে দেখছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, 'সব শিক্ষার্থীই পছন্দক্রমে ভালো ভালো কলেজ দিয়েছে। তারা নম্বরের বিষয়টি মাথায় রেখে কলেজ পছন্দ

করলে এমনটা হতো না। কারণ আমাদের তো আসন সংকট নেই।'

আসন না পাওয়া শিক্ষার্থীরা কি করবে

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, প্রতি বছর ভর্তিতে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। আগে এসব শিক্ষার্থীকে সরাসরি আবেদন করতে বলা হলেও, এ বছর আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, 'যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি। তাদের আমরা আরেকটা সুযোগ দেব। তারা অনলাইনে আবেদনের সুযোগ পাবে।'

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৩০ জুলাই একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে