বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একদিন পরও বৃষ্টির পানি নামেনি। শুক্রবারের ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। পানি জমেছে বুয়েট ক্যাম্পাসেও। একদিন পরও সড়ক ও বাসার সামনে পানি জমে থাকায় দুর্ভোগে দিন পার করছেন নগরবাসী।
শিক্ষক ও কর্মচারীদের আবাসিক এলাকায় শিশুদের খেলার মাঠেও জলাবদ্ধতার কারণে খেলার সব উপকরণ এখনো পানির নিচে। ছুটির দিনে খেলতে হ পৃষ্ঠা ১৫ কলাম ২
আসেনি শিশুরা। ঘোড়া ও দোলনার কোনোটা বৃষ্টির পানির নিচে আবার কোনোটার অংশবিশেষ পানিতে ভাসছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ও কর্মচারীদের আবাসিক এলাকায় দেখা গেছে, স্থানে স্থানে জলাবদ্ধতা। ভেতরে শিশুদের জন্য খেলার স্থান শুক্রবারের বৃষ্টির পানিতে থইথই করছে।
শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিতে ঢাকার অনেক এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা।