৫ জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ
প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন, ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন, গাইবান্ধায় ট্রাকচাপায় মোটর সাইকেলের তিন আরোহী, টাঙ্গাইলে চলন্ত সিএনজি অটোরিকশার ওপর গাছ পড়ে এক যাত্রী এবং গাজীপুরের শ্রীপুরে বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকালে এসব দুর্ঘটনা ঘটে। বু্যরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য-
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার বনানীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার রাতে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার রাত ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃতু্য হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামালের মৃতু্য হয়।
তিনি আরও বলেন, নিহত চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে।
ময়মনসিংহ বু্যরো জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), একই উপজেলার জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮) ও বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তসলিম তালুকদার ও আরিফুজ্জামান রাকিব মারা যান। আহত হন আরও দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত জাহানারা বেগম ও এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঈশ্বরগঞ্জ থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বলেন, দুটি মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপেস্নক্সে ও অপর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃতু্য হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও দুর্ঘটনার কারণ জানাতে পারেননি তিনি।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল-আয়নাপুর সড়কে ছোটবাসালিয়া কলেজ মোড়ে সোমবার বিকালে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ পড়ে হাসমত আলী (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রাজমিস্ত্রি হাসমত আলী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের গোসের গাগরজান গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য মজনু মিয়ার নির্দেশে তিন শ্রমিক সোমবার বিকালে সড়কের পাশের কাঁঠাল গাছ কাটছিল। কাটা শেষে গাছটি চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর পড়ে তিন যাত্রী আহত হন। তাদের মধ্যে হাসমত আলী ও মফিজ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসমত আলীকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে বাসের ধাক্কায় মৃতু্যঞ্জয় সরকার নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কাপাসিয়া-গাজীপুর সড়কের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার পাবুর রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মৃতু্যঞ্জয় সরকার (৭০) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোহন চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে হেঁটে চা-পান করতে পাবুর মোড়ে যান মৃতু্যঞ্জয় সরকার। কাপাসিয়া-গাজীপুর সড়কের পাবুর মোড়ের উত্তর পাশের দোকানে পারাপারের সময় কাপাসিয়াগামী অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান মৃতু্যঞ্জয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল বলেন, লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।