সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুলস্নাহ আল-মামুনের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার মেয়াদ বাড়ানোর আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে আগামী ১২ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি পুলিশ বাহিনীপ্রধানের দায়িত্বে থাকবেন।
বেনজীর আহমেদ অবসরে যাওয়ার পর পুলিশের মহাপরিদর্শক হিসেবে তখনকারর্ যাবের প্রধান চৌধুরী আল মামুনকে নিয়োগ দিয়েছিল সরকার। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর ওই প্রজ্ঞাপন হয়েছিল।
চৌধুরী আল মামুন ৩০ সেপ্টেম্বর নতুন দায়িত্ব বুঝে নেন। চাকরির বয়সমীমা পূর্ণ হওয়ায় তার ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল।
তার আগে ৯ জানুয়ারি তার অবসোত্তর ছুটি এবং অন্য সুবিধা স্থগিত করে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দেয় সরকার।
আইজিপি পদে দায়িত্বরত অবস্থায় তিনিই প্রথম চাকরির বয়সসীমা শেষ হওয়ার পরও বর্ধিত মেয়াদে দায়িত্ব পান। এর আগে কেউ চৌধুরী আল-মামুনের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পাননি বলে সাবেক আইজিপিরা জানিয়েছিলেন। এর আগে অবশ্য অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্য থেকে পুলিশপ্রধান পদে চুক্তিভিত্তিক নিয়োগের নজির আছে।
শুক্রবারের আদেশের ফলে চৌধুরী আবদুলস্নাহ আল-মামুন নতুন করে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন।
বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা আল-মামুন ২০২১ সালের ১৮ অক্টোবর গ্রেড ১-এ পদোন্নতি পান।
পুলিশপ্রধান আল-মামুনের জন্ম ১৯৬৪ সালে ১২ জানুয়ারি সুনামগঞ্জের শালস্না উপজেলার শ্রীহাইল গ্রামে। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে। ১৯৮৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশে চাকরি শুরু করেন আল-মামুন।
কর্মজীবনে তিনি পুলিশ সদরদপ্তর, মহানগর পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলা ইউনিটে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করে এসেছেন তিনি।
কর্মক্ষেত্রে অবদানের জন্য আল-মামুন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত।