সাবেক বিচারপতি আনসার আলীর মৃতু্যবার্ষিকী আজ

প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৯তম মৃতু্যবার্ষিকী আজ ৫ জুলাই। মৃতুবার্ষিকীতে রাজধানীর বনানীর কবর প্রাঙ্গণে এবং নওগাঁর গ্রামের বাড়িতে কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ আনসার আলী ১৯৯৫ সালে আজকের দিনে ইন্তেকাল করেন। মোহাম্মদ আনসার আলী ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে আইন পেশায় যোগ দেন। ছাত্রাবস্থায় তিনি ভাষা আন্দোলন ও রাজশাহী বিশ্বদ্যিালয় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি ২০০১ সালের মরণোত্তর 'মাতৃভাষা' পদক পান। মোহাম্মদ আনসার আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, রংপুর আইনজীবী সমিতি ও বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি নিরলস কাজ করে গেছেন। বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ছোট ছেলে আহমেদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।