আজ কারা অধিদপ্তরে যাচ্ছেন স্বরাষ্ট্রের সুরক্ষা সেবার সিনিয়র সচিব

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নবনিযুক্ত সিনিয়র সচিব মো. মশিউর রহমান আজ কারা অধিদপ্তর পরিদর্শন করবেন। তার ব্যক্তিগত সচিব মো. মেহেদী মোর্শেদ স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় সিনিয়র সচিব কারা অধিদপ্তরে পরিদর্শনে যাবেন। কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন। বর্তমানে দেশের ৬৮টি কারাগারে প্রায় ৩২ হাজার ধারণক্ষমতার বিপরীতে ৬৭ হাজার বন্দি রয়েছে, যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কারা অধিদপ্তর ব্যতীত সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা গেছে, সিনিয়র সচিবের কারা অধিদপ্তর পরিদর্শনকালে নতুন অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি সম্পাদন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিরূপণ, কারা বিভাগের সেবা সহজীকরণসহ কারা বিভাগের বিদ্যমান জনবল সমস্যা, কারা কর্মকর্তাদের আপগ্রেডেশন ও পদোন্নতির সমস্যা নিরসনসহ নানা বিষয় নিয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর তথা মৃতু্যঞ্জয়ী সেলগুলো পরিদর্শন করতে পারেন। এ উপলক্ষে কারা অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্প্রতি বগুড়া জেলা কারাগার হতে চারজন ফাঁসির বন্দি পলায়নের ঘটনাটি সারাদেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করায় সিনিয়র সচিবের আলোচ্য পরিদর্শনে কারাগারগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।