শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
পরিপত্র পুনর্বহালের দাবি

শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীরা সরে গেলেন

যাযাদি রিপোর্ট
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীরা সরে গেলেন

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে চাকরিপ্রার্থী কয়েকশ শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর ৫টার দিকে সরে যান। অবরোধের কারণে বাংলামোটর থেকে শাহবাগ, শাহবাগ থেকে সায়েন্সল্যাব, কাকরাইল সড়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে শাহবাগ থেকে মিছিলটি নিয়ে সরকারি চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এর আগে দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায্য ও অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেন। পরে মিছিলটি রায় সাহেববাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত ওই ছাত্র সমাবেশে দাবি আদায় না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়' ব্যানারে শিক্ষার্থীরা আগের চার দফা দাবি পেশ করেন।

আন্দোলনের

\হসংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, 'আমরা কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি করছি। সরকার যদি যৌক্তিকভাবে কোটা সংস্কার করতে চায়, তবে আমরা তা মেনে নেব। কিন্তু আমরা সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিষয়টি মানি না।'

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ৫ জুন বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকল।

হাইকোর্টের এই আদেশের পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ লক্ষ্য করা গেছে। হাইকোর্টের আদেশের পরদিন বিকালে কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া জগন্নাথ, জাহাঙ্গীরনগর, খুলনা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কিছু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের ফুঁসে ওঠার খবর পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে