শোক সংবাদ

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
জাহাঙ্গীর আলম চৌধুরী নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী (৬৭) রোববার রাত ৮-১০ মিনিটের দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন এবং রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনা পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে নেত্রকোনা মহকুমা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আইয়ূব আলী গভীর শোক প্রকাশ করেছেন। ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা আলতাফ হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন (৭৪) রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে দৌলতপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল জানান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানসহ আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও বিভিন্ন মহল প্রবীণ রাজনৈতিক ও জনপ্রতিনিধি আলতাফ হোসেনের মৃতু্যতে শোক প্রকাশ করেছে। \হম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি