এনবিআরের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা বদরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন।
মামলায় এনবিআরের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে এক কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গবেষণা ও পরিসংখ্যান উইংয়ের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বদরুন নাহারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির পর তিনি ২০২২ সালের ১৬ অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।
তার সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানে দেখা যায়, সম্পদ বিবরণীতে তিনি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়েছেন; যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। তিনি তার সম্পদ বিবরণীতে এক কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকার সম্পদের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদান এবং পাঁচ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
বদরুন নাহারের বিরুদ্ধে হওয়া মামলা তদন্তের সময় অপরাধের সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা ও অন্য কোনো সম্পদের তথ্য পাওয়া গেলে, সেটাও আমলে আনা হবে বলে এজাহারে
জানানো হয়।