সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইনের দাবিতে সংহতি প্রকাশ করেছে তরুণরা। শনিবার বেলা ১১টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সদস্যরা রাজধানীর শ্যামলীর ক্লাব মাঠের সামনে মানববন্ধনের মাধ্যমে এই সংহতি প্রকাশ করেন।
তরুণদের দাবি, বর্তমান সড়ক পরিবহণ আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা সম্পর্কে অনুপস্থিত। তাই একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান এই ফোরামের সদস্যরা।