কবি আবুল হোসেনের মৃতু্যবার্ষিকী আজ

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আবুল হোসেনের দশম মৃতু্যবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৯ জুন তিনি মারা যান। কবি আবুল হোসেনের প্রথম কবিতার বই 'নববসন্ত' প্রকাশিত হয় ১৯৪০ সালে। আধুনিক মুসলমান বাঙালি কবিদের মধ্যে তার কবিতা বইই প্রথম প্রকাশিত হয়। ১৯৬৯ সালে প্রকাশিত হয় 'বিরস সংলাপ', ১৯৮২ সালে 'হাওয়া তোমার কি দুঃসাহস', ১৯৮৫ সালে 'দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে', ১৯৯৭ সালে 'এখনও সময় আছে', ২০০০ সালে 'আর কিসের অপেক্ষা', ২০০৪ সালে 'রাজকাহিনী', ২০০৭ সালে 'আবুল হোসেনর ব্যঙ্গ কবিতা' ও গদ্যের বই 'দুঃস্বপ্নের কাল', ২০০৮ সালে 'প্রেমের কবিতা' ও 'কালের খাতায়', ২০০৯ সালে গদ্য 'স্বপ্ন ভঙ্গের পালা' বইগুলো প্রকাশিত হয়। তার অনুবাদ কবিতাগুলো হলো- 'ইকবালের কবিতা', 'আমার জন্মভূমি', 'অন্য ক্ষেতের ফসল'। ২০০০ সালে 'আমার এই ছোট ভুবন', ২০০৫ সালে 'আর এক ভুবন' নামে দু'টি স্মৃতিকথামূলক গ্রন্থ লিখেছেন তিনি। 'অরণ্যের ডাক' তার অনুবাদ উপন্যাস। 'পার্বত্যের পথে' নামক ভ্রমণ কাহিনিও লিখেছেন তিনি। এছাড়া তার আরও অনেক বই প্রকাশিত হয়েছে। তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কার, নাসিরুদ্দীন স্বর্ণপদক, পদাবলি পুরস্কার, কাজী মাহবুবুলস্নাহ পুরস্কার ও স্বর্ণপদক, আবুল হাসানাৎ সাহিত্য পুরস্কার, জনবার্তা স্বর্ণপদক, বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কারসহ নানা সম্মাননা অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি