প্রবীণ আইনজীবী আদেল উদ্দীন আহমেদের মৃতু্যবার্ষিকী আজ

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রথিতযশা প্রবীণ আইনজীবী আদেল উদ্দীন আহমেদের ৪২তম মৃতু্যবার্ষিকী আজ। মরহুম আদেল উদ্দীন আহমেদ তদানীন্তন পাকিস্তানের ফিরোজ খান নুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান আইন সভার এবং পাকিস্তান আইন সভার সদস্য ছিলেন। আদেল উদ্দীন আহমেদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং এক দশক ধরে বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৫৬ সালে রাশিয়ায় প্রেরিত সংসদীয় দলের সদস্য ছিলেন। তিনি মাদারীপুর জেলা থেকে ১৯৭০ সালের তদানীন্তন পাকিস্তানের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৪-১৯৭৫ সাল, এক বছর তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (১ম) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উলেস্নখ্য, মরহুম আদেল উদ্দীন আহমেদ বাংলা ও উর্দু ভাষাকে পাকিস্তানের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃত করার সংশোধনী বিল জাতীয় পরিষদে উত্থাপন করেন- যা সর্বসম্মতিক্রমে গৃহীত এবং পরবর্তীতে ১৯৫৬ সালের সংবিধানে সন্নিবেশিত হয়েছে। মৃতু্যবার্ষিকী উপলক্ষে প্রখ্যাত এ আইনজীবী ও রাজনীতিবিদের রুহের মাগফিরাত কামনায় তার পরিবার সবার দোয়া প্রার্থনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি