সালেহ আহমেদ
প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী সালেহ আহমেদ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সাবেক অধ্যাপক ও উপাচার্যের মৃতু্যতে মঙ্গলবার একদিনের শোক দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোক দিবসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে কালোপতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যতীত ক্লাসসমূহ বন্ধ রাখা হয়।
এদিকে, সাবেক উপাচার্যের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বর্তমান উপাচার্র্য অধ্যাপক ডক্টর মো. নূরুল আলম।
এক শোকবার্তায় উপাচার্য মরহুম অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।